মেহেরপুর-০২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনায় মেহেরপুরের গাংনীতে তাঁর অ্যাম্বাসেডর/জনসংযোগ প্রতিনিধি সবুজ আহমেদ এর পক্ষ থেকে একটি এতিমখানায় কোমলমতি শিশুদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫জুন) বিকেলে শহরের গাংনী কেন্দ্রীয় এতিমখানার শিশুদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়।
এসময় গাংনী উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।
সবুজ তার বক্তব্যে বলেন, ‘সূরা বাকারা : ২ এ বলা হয়েছে- এটি এমন এক কিতাব (বিধান), যার মধ্যে কোনো প্রকার ত্রুটি-বিচ্যুতি নেই।’ তিনি আরো বলেন, পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন মানুষ দেখায় আলোর পথ। অতএব প্রত্যেক মুসলমানের কোরআনের আলোয় জীবন পরিচালিত করার কোনো বিকল্প নেই।