এক প্রহরে পৃথিবী
আমি এক প্রহরে পৃথিবী দেখেছি-
দেখেছি বিভৎস সুন্দর এক রমনীকে,
দুগ্ধ-জাত এক শিশুকে তার মায়ের কোলে,
গ্রেনেডের হামলায় তার ছিন্নভিন্ন নিথর দেহ,
অপলক চোখের ঈষৎ কোণে এক লাল রাঙা মানচিত্র।
স্বাধীনতার অর্থ সেখানে তাঁরকাটা,
অখণ্ড এক ভূখণ্ড,
কিংবা রঙিন কাপড়ে মুড়ে ফেলা ইতিহাস,
তখন আমি থামিয়ে দিয়েছি নিজেকে।
প্রহরের কিছুটা সময় এখনো বাকি,
আমি দেখেছি মিথ্যায় আশ্রয়ে সত্যকে,
কিছু সিলমোহরের গণ্ডি,
পোশাকে পরিবর্তিত মানুষ।
আমি প্রেমকে বিষাদময় দেখেছি,
প্রতারণা যেন পৃথিবীর নিয়ম,
ওয়াদা সরূপ ধোঁকার ব্যবহার,
পরিবর্তন এক একটা বাজি।
আমি ব্যাবিলন আর মায়াকে দেখেছি,
মেসোপটোমিয়া সাথে সিন্ধু,
যেন, কোনো এক পালকে ঢেকে যাওয়া সভ্যতা।
তারপর আমি নিজেকে দেখেছি,
কোনো এক শঙ্খচিলের বেশে,
তখনো আমার আকাশ তৈরি হয়নি,
যখন আমি এক প্রহরে পৃথিবী দেখেছি।।