মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কথা বাংলা ফাউন্ডেশন।
রোববার রাত ১২ টার পর অর্থাৎ প্রথম প্রহরে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এর পুষ্পস্তবক অর্পণের পরে “কথা বাংলা” এর পক্ষ হতে জাতীয় মিনারে ফুল নিবেদন করেন কথা বাংলার ব্যাবস্থাপনা পরিচালক মাননীয় সাংসদ পুত্র সামিউজ্জামান সামি।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি তৈমাসিক সহিত্য পত্রিকার সহ- সম্পাদক আজহারুল ইসলাম, কথা-সাহিত্যিক নকিবুল ইসলাম, কাম ফর হিউম্যানিটি’র নোয়াখালী জেলা প্রতিনিধি ইসরাফিল আকাশ, নিলফামারী প্রতিনিধি ইমরুল কায়েস সিয়াম প্রমুখ।