fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

একটি ছন্দ হীন কবিতা | এফ এম হাবিব

                                           
প্রকাশ : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

একটি ছন্দ হীন কবিতা
এফ এম হাবিব

আমার কণ্ঠে ভর করেছে গম্ভীরতা ,
চোখ জুড়ে কল্পনা, ভাবনায় নতুন রুপ।
খাতায় অজস্র শব্দঝংকার,
আবেগের দুর্যোগ আমার হৃদয়ে,
তবু নেই, আজও নেই, সেই ছন্দের জাদুকর।

আমার গল্পের মাঝে তুমি,
ভোরের আলোর সাথে দেখা, তারপর বিচ্ছেদ..
সকাল আমার কাছে অভিনয়,
গোধূলির সাথে প্রেম,
নিভে যাওয়া দ্বীপ আমার সঙ্গী,
রিক্তবক্ষে শুধুই সংশয়।

পাওনা তে দাবীদার আমি নিজে,
অধিকার নেই কেন তবে?
প্রশ্নের মুখোমুখি চাওয়া, উত্তর প্রাপ্তিতে।
কবিতায় বাঁধা যার প্রেম,সে কবি।
আর তুমি বনফুল,কবিতার পাতায়।
যে প্রেম কলমে,তুমি মানস্পটে আঁকা ছবি।

তুমি নির্বাক-ধূসর শূন্যতা থেকেই রঙিন,
প্রচ্ছদের লোকটাকে মুখোমুখি দেখা,
শূন্যতায় ভরিয়ে তুলে পেয়ালা,
দলে যাও সত্য,মিথ্যাকে মেনে প্রাণ।
তুমি অমৃত করো অবহেলা,
বুকে বাঁচিয়ে রাখো বিষবাণ।

তুমি সেই সত্য কে দিয়েছো অমরত্ব।
কখনো লাবন্য, কখনো ঝর্ণা কখনো হয়েছো পুষ্পা।
ছলনায় হয়েছো তুমি অধরা।
রক্তমাখা চাদরেও তুমি শুভ্রা,
তোমাকে চিনেছে কবি,চিনেছে কবিতা।
তুমি প্রতিক্ষণে তাঁকে বাঁচিয়ে রাখো,
তুমি ক্ষীয়মান ,তুমি সৃষ্টি, তুমি আমার নবনীতা।

লেখক- শিক্ষার্থী, মেকানিকাল বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন