কবিতা
উড়াউড়ির ইচ্ছা
পাখির আকাশে, উড়ে উড়াবেই ডানা আছে
তাই উড়াউড়ি ঘোরাঘুরি দিনমান
কোনা বাধা নাই
একটুকু উড়ে
কখনো জিরায়
আকাশ যদি বা নদী
পাখির কী নাও,
সে নাও জিবায়া,
পাখির হতে চাই,,
ডানা কোথা পাই!
উড়োজাহাজের পেটে
বসে থাকি তাই
সেটা ও তো উড়া
চারদিকে ঘোরা।
ডানা যদি না-ই থাকে
বলে বাধা নাই
বিমান আকাশে পারি
দিয়ে চলে যাই।
লেখকঃ এস এম জাকারিয়া হোসাইন ( রাজ)