মেহেরপুরের গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ কাউন্সিলরগণ পৌরসভার দায়িত্বভার গ্রহন করেছেন।
মেহেরপুরের গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী ও কাউন্সিলরগণকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখে পৌরসভা কার্যালয়ে বরণ করে নেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পরে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে দায়িত্বভার হস্তান্তর।
বুধবার (১০ ফেব্রুয়ারী) বিকেল তিনটার দিকে পৌরসভা সেমিনার কক্ষে সংক্ষিপ্ত আলোচনা শেষে নবনির্বাচিত মেয়রকে পৌরসভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর মলিদা খাতুন।
আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ও সাবেক মহিলা কাউন্সিলর মলিদা খাতুন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী পৌরসভার সচিব প্রকৌশলী শামীম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, রাহিবুল ইসলাম, মেয়র পত্নি লতিফা হেলালী, গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, কাউন্সিলর মিজানুর, আছাল উদ্দিন, হাফিজুল ইসলাম ও মোকছেদ আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হাসান, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, টিক্কা বিশ্বাস, হাসিব মাহমুদসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
দৈনিক দেশান্তর/মামুন অর রশিদ মেহেরপুর