ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবহন শাখার বাস চালক মো.সালাউদ্দিন সভাপতি এবং একই শাখার মো.বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাত সদস্য বিশিষ্ট কমিটির অনান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো.জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্নী তারিকুল ইসলাম, কোষাধ্যাক্ষ মো. শাহজাহান আলী এবং সদস্য মো.নজরুল ইসলাম ও মো.বদিউজ্জামান ধনী। আগামী এক বৎসর এ কমিটি দায়িত্ব পালন করবে।