ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ক্রিয়াশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোটবদ্ধ সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আখতার হোসেন আজাদ আহ্বায়ক ও আবৃত্তি আবৃত্তি সভাপতি নুরুল্লাহ মেহেদী সদস্য-সচিব নির্বাচিত হয়েছেন। সংগঠনটির আহবায়ক অনি আতিকুর রহমান ও সদস্য সচিব রায়হান বাদশা রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামি ছয় মাস তারা এ দায়িত্ব পালন করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক, রোটার্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক জামিউল ইকবাল, আবৃত্তির সাধারণ সম্পাদক হাওয়াতে জান্নাত, তারুণ্য’র সভাপতি সাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল করিম, চলচ্চিত্র সংসদের সভাপতি গৌতমকে শুভ, সাধারণ সম্পাদক শোভন দাস, লণ্ঠন’র সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ক্যাপ’র সভাপতি মহব্বত ফয়সাল, সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা মেঘ।
বুনন’র সভাপতি রাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন শাওন, ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ সভাপতি অনি আতিকুর রহমান , সাধারণ সম্পাদক আইনুন নাহার, রক্তিমা’র সভাপতি সাকিব সারোয়ার, সাধারণ সম্পাদক এইচ এম আরাফাত, দুর্বার বাংলাদেশ’র তাসকিন হাবিব আকাশ, সিওয়াইবি সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, ল’ এওয়ারনেস সভাপতি সারোয়ার জাহান শিশির ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, ক্যাম্পাসে সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্তকরণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, পারস্পারিক ভ্রাতৃত্ব বৃদ্ধি, নিজেদের দাবি ও অধিকার আদায়ে নেতৃত্বদানের লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।