ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতক সম্মান ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিভাগের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. দীপক কুমার পাল, অধ্যাপক ড. আসাদ উদ দৌলা, অধ্যাপক ড. সেলিম রেজা, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিভাগের শিক্ষার্থী মোনালিসা মোনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে তানভীর রহমান স্বাক্ষর, তারেক আজিজ, শেখ রাইয়ান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিদায়ী স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের উদেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সকলের উন্নতি কামনা করে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির সেবা করার পরামর্শ দেন।