ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড. রেবা মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়। এর আগে গত ১৯ ডিসেম্বর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সারোয়ার জাহান শিশিরকে সভাপতি এবং ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আনিসুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন সহ- সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ, মোহাঃ জুবাইর হোসেন, শাহাজাহান আলী, মুনজুরুল ইসলাম নাহিদ ও তাজমুল হক জায়িম। যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত নাবিলা তন্নী ও মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা রফিক, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-অর্থ সম্পাদক তামান্না ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ মোসাদ্দেকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ রেদুওয়ানুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মুন্না আলী, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান আরিফ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সজিব উর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মবিন আলী, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম,
সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাফিসা তাবাচ্ছুম তিশা, ক্রীড়া সম্পাদক শোয়ের হোসেন, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ মাহদি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুমন ইসলাম এবং নির্বাহী সদস্য তপন চন্দ্ৰ বৰ্মণ, আবু সাঈদ ও মোঃ ওয়ালিদ হাসান। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।