fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

ইবিতে সরস্বতী পূজা উদযাপিত

                                           
ইমরান মাহমুদ/ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

বর্ণাঢ্য আয়োজনে বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন করিডোরে পূজার্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে এ পূজা উদযাপিত হয়।

 

পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্টার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড.অরবিন্দ সাহা, আইসিটি বিভাগের অধ্যাপক ড.তপন কুমার জোর্দ্দার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ’সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার সাথে সংযুক্ত মানুষদের জন্য। পূজার এই দিনটি একটি বিশেষ দিন। দিনটি পুষ্পাঞ্জলি আরতি দিয়ে চেয়ে নেওয়ার দিন। বিভিন্ন দেবীর কাছে আমাদের চাওয়া বিভিন্ন রকম। সরস্বতী দেবির কাছে আমাদের চাওয়া শিক্ষা সমন্ধীয়। দেবীর কাছে আমাদের এ বছরের চাওয়া সকল প্রকার কুশিক্ষা দূরিভূত হোক। আমাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। দেবী আমাদেরকে মহামারী থেকে রক্ষা করুক’।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন