fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুর গাংনীতে যুবদল নেতা মালেক হোসেন চপলের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোস্তাফিজুর রহমান দৈনিক খবরের কণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধানে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১০ দাবি গাংনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত  আইনজীবী হত্যার বিচারের দাবিতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বাংলাদেশে ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করা হোক মিরসরাইয়ে জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ  জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি শিল্প উপদেষ্টার আহ্বান কোন অবস্থায় মিথ্যা মামলা নেয়া যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা

ইবিতে সরস্বতী পূজা উদযাপিত

                                           
ইমরান মাহমুদ/ইসলামী বিশ্ববিদ্যালয়
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

বর্ণাঢ্য আয়োজনে বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন করিডোরে পূজার্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে এ পূজা উদযাপিত হয়।

 

পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্টার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড.অরবিন্দ সাহা, আইসিটি বিভাগের অধ্যাপক ড.তপন কুমার জোর্দ্দার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ’সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার সাথে সংযুক্ত মানুষদের জন্য। পূজার এই দিনটি একটি বিশেষ দিন। দিনটি পুষ্পাঞ্জলি আরতি দিয়ে চেয়ে নেওয়ার দিন। বিভিন্ন দেবীর কাছে আমাদের চাওয়া বিভিন্ন রকম। সরস্বতী দেবির কাছে আমাদের চাওয়া শিক্ষা সমন্ধীয়। দেবীর কাছে আমাদের এ বছরের চাওয়া সকল প্রকার কুশিক্ষা দূরিভূত হোক। আমাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। দেবী আমাদেরকে মহামারী থেকে রক্ষা করুক’।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Raw Food BD Mustard Oil