ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে আবেদনকারীদের মধ্যে থেকে তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে স্বাক্ষাতকারের জন্য ডাক পেয়েছেন আরও ১৪১২ জন শিক্ষার্থী । বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।
এ তালিকায় তিন ইউনিটে আবেদনকৃতদের মধ্যে থেকে ‘এ’ ইউনিটের ৭৬৪ জন, ‘বি’ ইউনিটের ৩৬৩ জন এবং ‘সি’ ইউনিটের ২৮৫ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে।আগামী ৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে তিন ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের দিন থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের ভর্তি সম্পন্ন করতে হবে।
এর আগে গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়। প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে আসন খালি থাকায় দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয় ১৯ জানুয়ারি। দ্বিতীয় মেধাতালিকা থেকে সাক্ষাৎকার শেষে ২৫ জানুয়ারি পর্যন্ত চলে ভর্তি কার্যক্রম। দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষেও আসন পূর্ণ না হওয়াই তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
তৃতীয় মেধালিকায় ভর্তি শেষেও আসন খালি থাকা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াহবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত সব ধরনের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)- এ জানা যাবে।