পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলা আ’লীগের নব-গঠিত কমিটির মধ্যে স্বাধীনতা বিরোধী রাজাকার বিএনপি পরিবারের কিছু সংখ্যক নেতাকর্মী নুতন কমিটিতে অন্তভূক্ত হওয়ায় গলাচিপা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মানববন্ধন ও এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকাল সারে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগ সমার্থিত ব্যক্তিদের সমন্বয়ে মানববন্ধন করে। পরে উপজেলার সকল সংবাদকর্মীদের নিয়ে মুক্তিযোদ্ধা ও পটুয়াখালী জেলা ইউনিটের ইউনিট কমান্ডার মো. নিজাম উদ্দিন তালুকদার এবং গলাচিপা মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যলয়ের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ধলার স্বাক্ষরিত এক লিখিত বিবৃতি সংবাদ সম্মেলনে পাঠ করেন।
তাদের সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের নব-গঠিত কমিটির মধ্যে বির্তকীত ব্যাক্তিদের সহ বেশ কয়েক জনের অব্যহিত দিয়ে ঐ সকল শূন্য পদে সৎ সাহসী ব্যক্তিদের অর্ন্তভূক্ত করার জন্য কেন্দ্রীয় থেকে জেলা, উপজেলার সকল নেতৃবৃন্দকে জোর দাবী জানায়। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন মুক্তিযোদ্ধাদের নানাবিধ প্রশ্ন করেন। এসময় আ’লীগ সমার্থিত নেতাকর্মীরা ও সুধি সমাজ উপস্থিত ছিলেন।