fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

আমি ব-দ্বীপ হতে বলছি | শেখ সাবাব রহমান সজিব

                                           
শাবলু শাহাবউদ্দিন
প্রকাশ : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

আমি ব-দ্বীপ হতে বলছি
শেখ সাবাব রহমান সজিব

আমি ব-দ্বীপ হতে বলছি,
সাম্য,শান্তি ও সু’খে ভরে উঠুক বিপুলা পৃথিবী,
ভেদাভেদ ভুলে,মিলেমিশে চলে-
ঐক্যের বন্ধনে সফল হোক দাবী।
সুষ্ঠ আন্দোলন,হোক প্রতিবাদ-রুখে দিয়ে হাত
অহংকার কেড়ে নিবে যে বজ্জাত!
শিকড় উপড়ে দিব পালাবার পথ নাহি পাবি।

আমি ব-দ্বীপ হতে বলছি,
দল বেধে কোলাহলে নয় সে পশু,গাহিবে গীতি
ধর্মালয়ে-দরজা খুলে,গাও সবে মিলে
কেউ দিবে না বাধা,রুখবে না গতি।
বিবেক মোদের জাগ্রত হোক;দরদী হোক লোক
দাঙ্গা হবে না,আঙুল আর উঠবে না
জবাবে-হৃদয় ছুয়ে বকুল ঝরুক মোরা মানুষ জাতি।

আমি ব-দ্বীপ হতে বলছি,
মিথ্যার মিছিলে শত লোক সমাগম-নেই মোর সাথী
ভীতু নয়-সাহসে একা দিল পথ পাড়ি;
এলোপাতাড়ি দলে হেঁটে-ওরা উগ্রবাদী।
পবিত্র অঙ্গ চোখে ছুটতে পারবি না তোরা-দিবারাতি
সুন্দরের মধ্যে সৌন্দর্য মোদের দেহ রক্ষা;
সত্যের পথে একাই একটি দল- কন্ঠে ওহে প্রতিবাদী।

আমি ব-দ্বীপ হতে বলছি,
উপমহাদেশ আজ নেই সুখে,ধর্মে নিভাতে চাও বাতি
ধর্মের প্রদীপ জ্বলবেই,ধর্মগুরু কথা বলবেই
বিনাশ হবে!ধর্মের নামে অসাধু-ভোগপতি।
ধর্মের তরে বিভেদ মোরা,রক্ত লাল বলে মানব জাতি
হুশিয়ার,সাবধান!মোরা একই সম্মিলিত সুর
পাবে না সে পথ পালাবার উগ্রবাদী ভাঙিলে নীতি

আমি ব-দ্বীপ হতে বলছি,
স্বতিত্ব রক্ষার বস্ত্র কেড়ে নিতে চাইলে নামবে আজাব
ধ্বংস হবি!নিরুদ্দেশ হবি-শুরু হবে গজব
বন্ধ দুয়ার,রাতে দুঃস্বপ্নে দেখিবে খোয়াব।
ভুল পথ গমনে উগ্রবাদী মনোভাব,ভেঙে দিবে স্বভাব
উস্কানিতে ফুলে উঠে ধর্মের প্রতি তীব্র হানা
এক পায়ে দাড়িয়ে দিতে হবে দাঁতভাঙা কড়া জবাব।

আমি ব-দ্বীপ হতে বলছি,
হানা দেওয়া কাক,শকুনের দল-পাবি তোদের ফল
শুধু সময়ের অপেক্ষা,আছে ঐ বিধাতা-
ছিলেন,দেখছেন,পেতেছেও মৃত্যুকল।
এক স্লোগানে বিশ্ব কাপে,তোদের ভাঙবে মনোবল।
উদ্বিগ্ন আর হতাশায় সত্য আজ অসহায়,
বিশ্বজুড়ে “আল্লাহু আকবার” গঠিত মিলনে একদল।

আমি ব-দ্বীপ হতে বলছি,
গেরুয়াদের নির্লজ্জ স্লোগান,সেথায় পাবে না স্থান
পৃথিবী করিলেও লালে মহাশ্মশান-
বিছিন্ন হবি!বুকে যত বড় হোক না দাহান।
অশ্লীলতায় সৌন্দর্যের শালীনতা মুছতে চাস!বেইমান
স্যালুট হে তোমায়,তুমি তো বীরাঙ্গনা কণ্যা
অন্যায়ের বিপক্ষে লড়ে যাও খোদার দেওয়া এ জীবন।

আমি ব-দ্বীপ হতে বলছি,
সুন্দরের সৌন্দর্য আছে,ছিল,থাকবে-রহিলে জীবন
মুছিতে পারিবে না কেহ যুগ যুগান্তরে
কোথা সে কবে,বন্ধি হবে;রবে আধার ঘরে।
একা নও তুমি,কাধে কাধ মিলিয়ে হাত রেখে হাতে-
আছি মোরা সাথে,কে নিবে মোর আসন
প্রতিষ্ঠিত হবে বিশ্ব হেজাবী সভ্যতা দেখিবে ভুবন।

আমি ব-দ্বীপ হতে বলছি,
প্রজন্মের এ সাহস যেন ইসলাম বিজয়ের প্রেরণা
সুন্দরের সৌন্দর্য যেন শ্রেষ্ঠ আবরণ-
গলেতে গেরুয়া ওড়না পেঁচিয়ে লাভ হবে না।
সিঁথিতে সিদুর,হাতাতে শাখা পড়িয়া শিক্ষালয়ে গমন
হেজাবের অসম্মানে গড়া আন্দোলন;
পৈতা পেঁচিয়ে গলে,হাতে বেধে তাগা এসেছো অরুণ।

আমি ব-দ্বীপ হতে বলছি,
হিজাব নয় শুধু,ইসলাম নিয়ে কটুক্তি হলে হবে প্রতিবাদ
গর্জে উঠবে বিশ্ব মুসলিম জাতি-
হেজাবী রাজকুমারী করবে আবাদ
অকুণ্ঠে দিবে হুশিয়ারী অংশগ্রহণে কেউ রবে না বাদ
একাই কিভাবে লড়তে হয় দেখিয়েছে-
শির উঁচু করে সাম্য স্লোগানে জপে; ইসলাম জিন্দাবাদ।

#শেখ_সাবাব_রহমান_সজিবের_কবিতা

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন