fbpx
সংবাদ শিরোনাম

আমি অবচেতন মনে ভাবি

                                           
প্রকাশ : রবিবার, ২১ আগস্ট, ২০২২
আমি অবচেতন মনে ভাবি

আমি অবচেতন মনে ভাবিতো

মার সাথে তাঁর আগেই

যদি আমার সাক্ষাৎ হতো
তাহলে কি হতে পারতো?

তুমি তাকে ভালোবাসার পরিবর্তে
আমায় ভালোবাসতে
তাঁর প্রেমে না জড়িয়ে
আমার প্রেমে পড়তে।

আমি অবচেতন মনে ভাবি
যদি তাঁকে কথা দেয়ার আগেই
আমার কাছে আসতে তুমি
তাহলে কি হতে পারতো?

তোমার স্নিগ্ধমাখা হাতের পরশ
থাকতো আমার মাথায়
বলতে আমায় মধুর সুরে
থাকবো তোমার পাশে।

আমি অবচেতন মনে ভাবি
তোমার সাথে তাঁর প্রণয় হওয়ার
আগেই,আমার সাথে হতো
তাহলে কি হতে পারতো?

তোমার আমার মধুর মিলন
জগৎ বাসী দেখতো
লায়লী মজনুর ইতিহাস ভুলে
তোমায়- আমায় পড়তো।

লেখক- মোহাম্মদ এনামুল হক, শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন