স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া জেলার দৌলাতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিদুর কবির রিপনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।গত ২১ শে জুলাই (বুধবার) আনুমানিক সন্ধ্যায় সময় এ ঘটনা ঘটে।বোয়ালিয়া ইউনিয়নের গোয়াল গ্রামের বাজারে এ ঘটনা ঘটে তবে সন্ত্রাসীরা রিপনের কোন ক্ষতি করতে পারেনি। অবস্থা খারাপ হলে ঘটনা স্তলে শ্যামপুর কাম্পের পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে।
এ বিষয়ে আমিদুর কবির রিপন জানান,আমি গোয়াল গ্রামের বাজারে বসা ছিলাম আনুমানিক সন্ধ্যার পরে আমি কিছু বুঝে উঠার আগেই আমার উপর খিপ্ত হয়ে উঠে, শিহাব,শাউন,লিটন সহ অনেকে আমাকে বাজে ভাষায় গালাগালি করতে থাকে। ওই সময় আমি একা ছিলাম পরবর্তীতে বাজারের লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়। এ ঘটনা ঘটার আধা ঘণ্টা পরে আবারো বিশ থেকে পচিঁশ জনের একদল সন্ত্রাসী আমার উপর হামলা করার চেষ্টা করে।
এ বিষয়ে রিপন আরো বলেন আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার কারনে আমাকে বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা চালিয়ে আসছে সেন্টু খানের নেত্বতে একদল সন্ত্রাসী বাহিনী। তিনি বলেন আজকে যে আমার উপর আক্রমণ করা হয়েছে তার নেত্বতে ছিলেন স্থানীয় বিএনপি নেতা সেন্টু খান ।
তিনি বলেন আমি আমার জীবনের নিরাপত্তা চাই,এ বিষয়ে দৌলাতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিষয়টি তদন্ত করে দেখছি এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।