আমাদের গ্রাম সেতো নয়নাভিরাম, যেথায় আছে মসজিদ, শোনা যায় সুমধুর আযান। যে যাবে সেথায়, ভরে যাবে প্রাণ। মাঝে এক আছে খাল, মাছ ঝাঁকে ঝাঁকে, গাঁয়ের লোকেরা ধরে বর্ষার ফাঁকে।
শীত আসে তাই, পিঠাপুলিতে আনন্দ বয়ে যায়। মা ও দাদীর হাতের পিঠাপুলির স্বাদ, কিভাবে ভুলিতে পারি ভাই। শৈশবের সেই স্মৃতি, মনে দোলা দিয়ে যায়।
আমি গ্রামের ছেলে আর গ্রামের ভাই, শৈশবের অনেক ছবি, মনে আঁকা তাই। এখন বড় ইচ্ছে করে, যাই গ্রামেই ফিরে পারি না তো যেতে এখন, আছি এক বন্ধনে।
আমার গ্রাম আমার কাছে, অনেক প্রিয় ভাই। রবের কাছে গ্রামের সকলের জন্য, দোয়া করি তাই। রব যেন সকলের তরে, রহমত ঢেলে দেয়।