ইবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় ’গ’ বিভাগে বিজয়ী হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। তারা হলেন ফারিয়া ইসলাম মীম, ওয়ারেসুন্নেসা মেমি, নুরুল্লাহ মেহেদী ও দিপু কুমার কুন্ডু। শনিবার ( ২৯ জানুয়ারি ) বিকাল ৪ টায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
৩১ ডিসেম্বর “বঙ্গবন্ধু জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন ” শিরোনামে অনলাইনে এ কবিতা আবৃত্তি প্রতিযোগীর আয়োজন করা হয়। এতে ’গ ’ বিভাগে ৯ ম শ্রেণি থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ফারিয়া ইসলাম মীম ও ওয়ারেসুন্নেসা মেমি সম্মিলিত ভাবে প্রথম স্থান এবং নুরুল্লাহ মেহেদী ও দিপু কুমার কুন্ডু সম্মিলিত ভাবে তৃতীয় স্থান অর্জন করেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মতিউর রহমান লাল্টু।
প্রতিযোগিতায় অনান্য বিজয়ীরা হলেন ’ক’ বিভাগ (প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণী) যৌথভাবে প্রথম স্থান অর্জনকারী মো.আলজামি তাজবি, দিপাঞ্জলি দত্ত অদিতি। দ্বিতীয় স্থান অর্জনকারী নুসরাত রাইকা ও ফাতিহা। ৩য় স্থান অর্জনকারী স্বপ্নীল মালাকার, অংশী দত্ত, মো.আরহাম করিম, সারিম আহমেদ ও জান্নাতুল খাদিজা।
‘ খ ’ বিভাগে ( ৪ র্থ থেকে ৮ ম শ্রেণি ) যৌথ ভাবে প্রথম স্থান অর্জনকারী মোহনা বাগচী ও সানিয়া নাসরিন অয়ন্তী । দ্বিতীয় স্থান অর্জনকারী চুড়া রানী মন্ডল এবং তৃতীয় স্থান অর্জনকারী রীহা ।
এদিকে ‘ গ ’ বিভাগে ( ৯ ম শ্রেণি থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় ) যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জনকারী রিফা তামান্না প্রভা ও রোহিনী ঘোষ এবং তৃতীয় স্থান অর্জনকারী শ্রাবন।