আবার হবে সুপার ক্লাসিকো, মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের এই দুই দল মুখোমুখি হয়ে গেলে যেন পুরো পৃথিবী ফুটবল জ্বরে আক্রান্ত হয় , ভাগ হয়ে যায় দুই ভাগে । বাংলাদেশে ফুটবল সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থক ব্রাজিল-আর্জেটিনার । তাই বাংলাদেশের ফুটবল দর্শকরা টিভির পর্দায় প্রিয় দলের খেলা দেখা জন্য মুখিয়ে থাকে শহর থেকে গ্রাম। টং এর চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ সাইট সবখানে বিরাজ করে কথা দিয়ে নিজ দলকে জিতিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু জয়পরাজয়টা তো মাঠেই হয় খেলা শেষে ।
গত জুনে স্থগিত হয়ে যাওয়া , আগামী জুনে সেই ম্যাচটি আবারও খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানাচ্ছে টিওয়াইসি স্পোর্টস।
আগামী ৯ ফেব্রুয়ারি সেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। ফিফা-কনমেবলের নির্ভরযোগ্য সূত্র ধরে টিওয়াইসি স্পোর্টসের জানাচ্ছে, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যকার এই লড়াইটি অনুষ্ঠিত হবে আগামী জুন মাসে, দুই মৌসুমের মাঝামাঝি সময়ের বিরতিতে। ম্যাচটা যে ব্রাজিলে হবে না, এ বিষয়টাও প্রায় নিশ্চিত। এমনকি বদলে যেতে পারে মহাদেশও।
এখানেই শেষ নয়, নির্ধারিত সূচি মেনে, ম্যাচটা সুষ্ঠুভাবে আয়োজন করতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের ওপর নেমে আসতে পারে আর্থিক দণ্ডও। তবে সে অর্থের অঙ্কটা কত বড়, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি এখনো।