যবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (আবিকফ) কেন্দ্রীয় কমিটির নির্বাচন আজ শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে তিন কর্মচারী নেতা নির্বাচিত হয়েছেন।
ফেডারেশনের সভাপতি পদে বুয়েটের কর্মচারী নেতা মহিউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নেতা মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন। আর ফেডারেশনের সহ-সভাপতি পদে যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যবিপ্রবির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল ও কার্যনির্বাহী সদস্য পদে যবিপ্রবি কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক পদে রায়হান পারভেজ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে জয়লাভ করায় যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত তিন কর্মচারী নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।