যাদের আমি আপন ভাবি,
তারা যদি দেয় আঘাত।
কষ্টে আমার বুক ফেটে যায়,
বেঁচে থাকার জাগেনা সাধ।
নিজের আমি মনে করে,
ভরসা করি যত।
প্রিয়জনরাই সব চেয়ে,
আঘাত করে শত।
ভূল করেছি আপন করে,
বানিয়ে প্রিয়জন।
আসলে তারা আপন ছিল না,
আমি ছিলাম তাদের শুধুই প্রয়োজন।
সময় একদিন আমারও আসবে,
তাই ধৈর্য ধরে আছি আজও।
হিসাব করে ফিরিয়ে দিব,
কষ্ট দেওয়া আঘাত যত।
যাদের জন্য এত কিছু করি,
তারাই কেন করে এমন।
একদিন তারা ঠিকই বুঝবে,
থাকবো না আমি যখন।