আমি বলেছিলাম দীর্ঘদিন যাবৎ আমার রাতে ঘুম হয় না তুমি বোঝোনি আমার হৃদয়ের বেদনা
তুমি হয়তো একটি বারো ভাবোনি আমি সময় চাইছি?
আমি অনেক বার বলেছিলাম আকাশ কেমন মেঘাচ্ছন্ন দেখো
তুমি হয়তো কখনো ভাবোই নি আমার মন খারাপ
আমি অসংখ্য বার বলেছিলাম নীল আমার পছন্দের রং
তবুও তুমি বোঝোনি আমার কষ্ট।
আমি কথায় কথায় তোমার সামনে বলতাম আমার এই ঠোট দুটি বড্ড রুক্ষ শুষ্ক
তবুও আমি মুখ ফুটে তোমায় বলতে পারিনি যে তোমার ওই লালচে ঠোটে আমি ঠোট ছোঁয়াতে চাই।
আমি অসংখ্য বার বলেছিলাম যে আমি কবিতা পছন্দ করি,
কিন্তু তুমি তো কোনোদিন আমার কবিতা মনোযোগ দিয়ে পড়লেই না তবে বুঝবে কেমন করে আমার মনের আকুতি,
তোমার অবহেলা আমাকে অনেক আগেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলো তুমি বিচ্ছেদ চাও।
একদিন তুমি মুখেই বিচ্ছেদ চাইলে।
তুমি মুক্তি চাও,
আমি তোমায় মুক্তি দিলাম।
লেখকঃ আকাশ মাহমুদ/শিক্ষার্থী, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ