fbpx
সংবাদ শিরোনাম
ওয়াইজেএফবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া মুক্ত, ১২ জনের বিচার প্রক্রিয়া শুরু বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া- স্বরাষ্ট্র উপদেষ্টা  নজরুল বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের নতুন কার্যনির্বাহী কমিটি মৌমি! মানুষকে হাসিয়ে রাখা যার কাজ সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

আইপিএল দলগুলোর স্কোয়াড

                                           
স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

দিল্লী ক্যাপিটালস 

পৃথ্বী শো, কমলেশ নাগরকোটি, চেতন সাকারিয়া, রিপাল প্যাটেল, যশ ধুল, ভিকি ওস্তাল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, মানদীপ সিং, শার্দূল ঠাকুর, অ্যানরিখ নরকিয়া, কেএস ভারত, লুঙ্গি এনগিডি, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, টিম সেইফার্ট, সরফরাজ খান, প্রবীণ দুবে, অশ্বিন হেব্বার, রভম্যান পাওয়েল, ললিত যাদব, রিশভ পান্ট ও খলিল আহমেদ।

 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

সুযশ প্রভুদেসাই, অনুজ রাওয়াত, লুভনিথ সিসোদিয়া, শাহবাজ আহমেদ, অনিশ্বর গৌতম, বিরাট কোহলি, জেসন বেহেরেনডর্ফ, জশ হ্যাজলউড, দীনেশ কার্তিক, কর্ণ শর্মা, ডেভিড উইলি, গ্লেন ম্যাক্সওয়েল, সিদ্ধার্থ কাউল, হার্শাল পেটেল, ফাফ ডু প্লেসি, চামা মিলিন্দ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিপাল লোমরোর, শেরফানে রাদারফোর্ড, মোহাম্মদ সিরাজ ও ফিন অ্যালেন।

 

কলকাতা নাইট রাইডার্স 

অনুকূল রায়, শিভম মাভি, অভিজিৎ তমার, প্রথম সিং, বরুণ চক্রবর্তী, রাসিখ সালাম, আমান খান, রমেশ কুমার, অশোক শর্মা, সুনীল নারাইন, টিম সাউদি, শেলডন জ্যাকসন, অ্যালেক্স হেলস, মোহাম্মদ নবী, আন্দ্রে রাসেল, আজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, উমেশ যাদব, বাবা ইন্দ্রজিৎ, প্যাট কামিন্স, নিতিশ রানা, চামিকা করুনারত্নে, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ার।

 

পাঞ্জাব কিংস 

রাহুল চাহার, আথারভা টাইডে, আরশদীপ সিং, প্রভসিমরান সিং, হারপ্রীত ব্রার, বৈভব অরোরা, আনশ প্যাটেল, রাজ আঙ্গাদ বাওয়া, বেনি হাওয়েল, শিখর ধাওয়ান, ঋষি ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষে, মায়াঙ্ক আগারওয়াল, লিয়াম লিভিংস্টোন, সন্দ্বীপ শর্মা, বাল্টেজ সিং, কাগিসো রাবাদা, ঋত্বিক সিং, শাহরুখ খান, জিতেশ শর্মা, ওডিন স্মিথ, নাথান এলিস, প্রেরক মানকাড ও ঈশান পোরেল।

 

চেন্নাই সুপার কিংস 

এন জগদীশান, হরি নিশান্ত, শুভ্রনশু সেনাপতি, রুতুরাজ গাইকোয়াদ, কেএম আসিফ, মুকেশ চৌধুরী, মাহিশ থিকশানা, সিমারজিত সিং, রাজবর্ধন হাঙ্গারগেকার, ভগত ভার্মা, প্রশান্ত সোলানকি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ক্রিস জর্ডান, ডোয়াইন প্রিটোরিয়াস, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, ডেভন কনওয়ে, দীপক চাহার, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার, ডোয়াইন ব্রাভো, শিভম দুবে, তুষার দেশপাণ্ডে ও মঈন আলী।

 

রাজস্থান রয়্যালস 

রিয়ান পরাগ, তেজাস বারোকা, দেবদূত পাড়িকাল, যশস্বী জাইসওয়াল, অনুনয় সিং, কূলদীপ সেন, ধ্রুব জুরেল, কূলদীপ যাদব, শুভম গাড়ওয়াল, নাথান কোল্টার-নাইল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, জস বাটলার, রাসি ভন ডার ডুসেন, জিমি নিশাম, ড্যারিল মিচেল, করুন নায়ার, স্যাঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, শিমরন হেটমেয়ার, নবদীপ সাইনি, কেসি কারিপ্পা, ওবেদ ম্যাকয় ও প্রসিধ কৃষ্ণ।

 

মুম্বাই ইন্ডিয়ান্স 

সঞ্জয় যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, রমনদীপ সিং, মায়াঙ্ক মারকান্দে, আরিয়ান জুয়াল, অর্জুন টেন্ডুলকার, তিলক ভার্মা, ঋত্বিক শোকিন, রাহুল বুদ্ধি, আরশাদ খান, কাইরন পোলার্ড, রোহিত শর্মা, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব, টিমাল মিলস, মুরুগান অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, জফরা আর্চার, ফাবিয়ান অ্যালেন, ঈশান কিষাণ, বাসিল থাম্পি, ড্যানিয়েল স্যামস, আনমলপ্রীত সিং, টিম ডেভিড ও রিলি মেরেডিথ।

 

 

সানরাইজার্স হায়দরাবাদ

প্রিয়ম গার্গ, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, আব্দুল সামাদ, সৌরভ দুবে, উমরান মালিক, কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমার, শ্রেয়াস গোপাল, শশাঙ্ক সিং, শন অ্যাবট, রাহুল ত্রিপাঠি, রবিকুমার সমার্থ, জগদীশা সুচিথ, অ্যাইডেন মারক্রাম, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, বিষ্ণু বিনোদ, থাঙ্গারাসু নটরাজন, গ্লেন ফিলিপস ও ফজলহক ফারুকি।

 

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

মহসিন খান, আয়ুস বাদোনি, রবি বিষ্ণই, করণ শর্মা, মায়াঙ্ক যাদব, মনিশ পাণ্ডে, শাহবাজ নাদিম, মার্কাস স্টয়নিস, কাইল মায়ার্স, মার্ক উড, কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, লোকেশ রাহুল, কাথাপ্পা গৌতম, এভিন লুইস, ক্রুনাল পান্ডিয়া, দীপক হুদা, মনন ভোহরা, দুশমন্থ চামিরা, অঙ্কিত রাজপুত ও আভেশ খান।

 

গুজরাট টাইটান্স

রবিশ্রীনিবাসন সাই কিশোর, শুবমান গিল, দর্শন নালকান্দে, সাই সুদর্শন, যশ দয়াল, নূর আহমেদ, ম্যাথু ওয়েড, প্রদীপ সাংওয়ান, ঋদ্ধিমান সাহা, জেসন রয়, ডেভিড মিলার, বরুণ অ্যারন, রাহুল তেভাটিয়া, জয়ন্ত যাদব, বিজয় সংকর, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, গুরকিরাত সিং মান, হার্দিক পান্ডিয়া, আলজারি জোসেফ, অভিনব মনোহর, রশিদ খান ও ডমিনিক ড্র্যাকস।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil