fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

অরুদ্ধ কামনা | কবি মো. মামুন

                                           
শাবলু শাহাবউদ্দিন
প্রকাশ : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

অরুদ্ধ কামনা
মো. মামুন

তোমার ‍সিক্ত ঠোঁটে আমার তৃষ্ণার্ত ঠোঁট
বার বার ছুটে চলে,ছুটে চলে কল্পনায়,অবাধ্যতায়।
পিপাসায় কাতর আমি, এক চুমুকে শুকাতে চাই
তোমার ঠোঁটে জমানো ঐ আটলান্টিকের জল।

ভদ্রতার মুখোশ পরে একথা অমি বলবো না,
”তোমায় কখনো ছুয়েই দেখবোনা।” মিথ্যা আশ্বাসে
বলবোনা,”আমায় বিশ্বাস করো প্লিজ।”

আমি স্ট্রেট তোমায় বলে দিতে চাই প্রিয়া,
”তোমায় ভালবাসি,তোমার পুরোটাই চাই।
এ চাহিদা আমার পৌরুষের,আমার কামনার।”

পত্রিকায় দেখলাম, প্রিয় তার প্রিয়াকে মিথ্যা বলে,
ভালবাসি গল্প করে বিবস্ত্র করেছে প্রিয়াকে,
ভিডিও ক্লিপ করেছে । অমি ওসব পারবো না,
সোজা কথায় আমি চাই না মিথ্যাবাদী হতে।

সামনের শুক্লপক্ষের একাদশী পূর্নিমার রাতে
তোমাকে চাই পরম নিকটে।অবৈধভাবেও নয়,
অল্প কিছু মোহরানা দিয়ে,কালিমা পড়ে,
তোমাকে আমার বানাতে চাই।

মহাকৃষ্ণ রূপে ভালবাসায় মাতিয়ে
তুলবো তোমার তনুমন।
ভালবাসি যে তোমায় এ আমার দৃঢ় পণ।

তোমার ‍সিক্ত ঠোঁটে আমার তৃষ্ণার্ত ঠোঁট
বার বার ছুটে চলে,ছুটে চলে কল্পনায়,অবাধ্যতায়।
পিপাসায় কাতর আমি, এক চুমুকে শুকাতে চাই
তোমার ঠোঁটে জমানো ঐ আটলান্টিকের জল।

ভদ্রতার মুখোশ পরে একথা অমি বলবো না,
”তোমায় কখনো ছুয়েই দেখবোনা।” মিথ্যা আশ্বাসে
বলবোনা,”আমায় বিশ্বাস করো প্লিজ।”

আমি স্ট্রেট তোমায় বলে দিতে চাই প্রিয়া,
”তোমায় ভালবাসি,তোমার পুরোটাই চাই।
এ চাহিদা আমার পৌরুষের,আমার কামনার।”

পত্রিকায় দেখলাম, প্রিয় তার প্রিয়াকে মিথ্যা বলে,
ভালবাসি গল্প করে বিবস্ত্র করেছে প্রিয়াকে,
ভিডিও ক্লিপ করেছে । অমি ওসব পারবো না,
সোজা কথায় আমি চাই না মিথ্যাবাদী হতে।

সামনের শুক্লপক্ষের একাদশী পূর্নিমার রাতে
তোমাকে চাই পরম নিকটে।অবৈধভাবেও নয়,
অল্প কিছু মোহরানা দিয়ে,কালিমা পড়ে,
তোমাকে আমার বানাতে চাই।

মহাকৃষ্ণ রূপে ভালবাসায় মাতিয়ে
তুলবো তোমার তনুমন।
ভালবাসি যে তোমায় এ আমার দৃঢ় পণ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন