তোমার সিক্ত ঠোঁটে আমার তৃষ্ণার্ত ঠোঁট
বার বার ছুটে চলে,ছুটে চলে কল্পনায়,অবাধ্যতায়।
পিপাসায় কাতর আমি, এক চুমুকে শুকাতে চাই
তোমার ঠোঁটে জমানো ঐ আটলান্টিকের জল।
ভদ্রতার মুখোশ পরে একথা অমি বলবো না,
”তোমায় কখনো ছুয়েই দেখবোনা।” মিথ্যা আশ্বাসে
বলবোনা,”আমায় বিশ্বাস করো প্লিজ।”
আমি স্ট্রেট তোমায় বলে দিতে চাই প্রিয়া,
”তোমায় ভালবাসি,তোমার পুরোটাই চাই।
এ চাহিদা আমার পৌরুষের,আমার কামনার।”
পত্রিকায় দেখলাম, প্রিয় তার প্রিয়াকে মিথ্যা বলে,
ভালবাসি গল্প করে বিবস্ত্র করেছে প্রিয়াকে,
ভিডিও ক্লিপ করেছে । অমি ওসব পারবো না,
সোজা কথায় আমি চাই না মিথ্যাবাদী হতে।
সামনের শুক্লপক্ষের একাদশী পূর্নিমার রাতে
তোমাকে চাই পরম নিকটে।অবৈধভাবেও নয়,
অল্প কিছু মোহরানা দিয়ে,কালিমা পড়ে,
তোমাকে আমার বানাতে চাই।
মহাকৃষ্ণ রূপে ভালবাসায় মাতিয়ে
তুলবো তোমার তনুমন।
ভালবাসি যে তোমায় এ আমার দৃঢ় পণ।
তোমার সিক্ত ঠোঁটে আমার তৃষ্ণার্ত ঠোঁট
বার বার ছুটে চলে,ছুটে চলে কল্পনায়,অবাধ্যতায়।
পিপাসায় কাতর আমি, এক চুমুকে শুকাতে চাই
তোমার ঠোঁটে জমানো ঐ আটলান্টিকের জল।
ভদ্রতার মুখোশ পরে একথা অমি বলবো না,
”তোমায় কখনো ছুয়েই দেখবোনা।” মিথ্যা আশ্বাসে
বলবোনা,”আমায় বিশ্বাস করো প্লিজ।”
আমি স্ট্রেট তোমায় বলে দিতে চাই প্রিয়া,
”তোমায় ভালবাসি,তোমার পুরোটাই চাই।
এ চাহিদা আমার পৌরুষের,আমার কামনার।”
পত্রিকায় দেখলাম, প্রিয় তার প্রিয়াকে মিথ্যা বলে,
ভালবাসি গল্প করে বিবস্ত্র করেছে প্রিয়াকে,
ভিডিও ক্লিপ করেছে । অমি ওসব পারবো না,
সোজা কথায় আমি চাই না মিথ্যাবাদী হতে।
সামনের শুক্লপক্ষের একাদশী পূর্নিমার রাতে
তোমাকে চাই পরম নিকটে।অবৈধভাবেও নয়,
অল্প কিছু মোহরানা দিয়ে,কালিমা পড়ে,
তোমাকে আমার বানাতে চাই।
মহাকৃষ্ণ রূপে ভালবাসায় মাতিয়ে
তুলবো তোমার তনুমন।
ভালবাসি যে তোমায় এ আমার দৃঢ় পণ।