বাঙ্গালির অভিন্ন প্রতীক যদি থেকে থাকে,
তাইতো হচ্ছে এই অমর একুশ।
একুশের সামনে কৃতজ্ঞতায় মাথায় নোয়ায় না,
এমন বাঙ্গালি কোথাও নেই।
শহীদের রক্ত দানে সৃষ্টি হলো অমর একুশ,
যার ভ্রুণ থেকে জন্ম নিল মাতৃভাষা বাংলা।
মহান ২১শে’র কথা আমরা এখনো ভুলতে পারি না।।
বুকে রক্ত মাখা নিয়ে শহীদ হন,
সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেকে।
প্রভু হে ক্ষমা করে দাও আর করুণা তবে,
স্থান দাও তাদেরকে জান্নাতের এক প্রশস্থ ময়দানে।।
কবিতা প্রেরক:
মোহাম্মদ ইমাদ উদ্দীন
C/O,মাওলানা মন্জিল, চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২, পো: অফিস পূর্ব জোয়ারা (৪৩৮০), চন্দনাইশ, চট্টগ্রাম।