নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে বল হাতে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার নিজের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। মৃত্যুঞ্জয় তৃতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন। আগে আল আমীন ২০১৫ সালে ও আলিস করেন ২০১৯ সালে।বিদেশি তিন জনের মধ্যে মোহাম্মদ সামি ২০১২ সালে, ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেল করেন ২০১৯ সালে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১৫৪ রান তুল খুলনা টাইগারর্স। ১৮তম ওভারে করতে বল হাতে আসেন চট্টগ্রামের উদীয়মান পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। প্রথম দুই বলে একটি ছয় এবং একটি চার হাঁকান খুলনার ওপেনার এনামুল হক। তৃতীয় বলে এক্সট্রা কাভারে নাসুমের হাতে ধরা পড়েন বিজয়। পরের বলে মোসাদ্দেক ক্যাচ দেন আফিফের হাতে আর রবি বোপারা আউট হন এলবিডব্লিউ হয়ে।
হাই-স্কোরিং এই ম্যাচে ১৬ রানের জয় পেল স্বাগতিকরা।