যশোরের অভয়নগরে এক তরুণের লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় উপজেলার একতারপুর গ্রামের মুজিবুর রহমানের নির্মানাধীন বাড়ির সংলগ্ন থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।
মুজিবুর রহমানের মেয়ে বলেন, আমার ভাই আজ তিনদিন ধরে নিখোঁজ ছিল। আমার ভাই একজন মানুষিক প্রতিবন্ধী আমি আজ বাড়ি এসে ভাইয়ের খোঁজ করলে সবাই বলে আব্বু পাবনায় নিয়ে গেছে চিকিৎসার জন্য কিন্তু আজ পাশের বাড়ির লোকেরা লাশের গন্ধ পেয়ে খোঁজা খুঁজি করতে থাকে। পরে ওই লাশ পাওয়া যায়। কিন্তু এটা আমার ভাইয়ের লাশ কিনা না জানিনা । লাশ সনাক্ত হলে বুঝা যাবে কার মরাদেহ। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে একাধিক সূত্র নিশ্চিত করেছেন এটা মানুষিক প্রতিবন্ধি শরিফুল ইসলাম শাকিবের লাশ হতে পারে। এ বিষয়ে পুলিশ কিছু বলতে পারছে না।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, মুজিবুর রহমানের নির্মানাধীন ঘরে বালু চাপা দেওয়া একটি লাশ পাওয়া গেছে। আমরা লাশ সনাক্ত করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উত্তোলন করা হয়। তিনি আরো জানান এ বিষয়ে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।