মাভাবিপ্রবি প্রতিনিধিঃঅবিলম্বে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন হাওলাদার, ব্যবসায় প্রশাসন বিভাগের মনির আহমেদ ও রসায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজসহ আরও অনেক শিক্ষার্থী। বক্তারা বলেন, ইউজিসির ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোন কার্যক্রম নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে কোন চিন্তা-ভাবনাই করছে না, আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার জোড় দাবি জানাই।