মেহেরপুরের বহুল আলোচিত চিৎলা ভিত্তি পাট বীজ খামারে বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত দাবী দফায় দফায় তুলে ধরেছে এলাকাবাসীসহ গাংনী উপজেলার বিভিন্ন স্তরের জনগণ। অবশেষে স্বপ্ন পূরণের লক্ষ্যে, কিন্তু কৃষি বা পাবলিক নয় প্রতিষ্ঠিত হচ্ছে এলেম বিশ্ববিদ্যালয়।
মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা ভিত্তি পাট বীজ খামার সংলগ্ন বড় বিল নামক স্থানে বিলের পাড় ঘেষে মনোরম পরিবেশে স্থাপনার কাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি এলেম বিশ্ববিদ্যালয়।
গ্রামবাংলার সবুজে মাঝে বিভিন্ন প্রজাতির গাছগাছালি ঘেরা প্রাকৃতিক পরিবেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত শেষ করেছে বাংলাদেশের সর্বপ্রথম আধ্যাত্মিক জ্ঞানার্জনের প্রতিষ্ঠান “আনছারিয়া এলেম বিশ্ববিদ্যালয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ও ১০১ তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন হবে বিশ্ববিদ্যালয়টি এমনটাই জানিয়েছে আনছারিয়া এলেম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক দেল-কোরআনে কামেল ও তরিকতে গবেষক মোঃ ওয়াসিম সাজ্জাদ লিখন।
বুধবার ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীতে ও মুজিব শতবর্ষের উপহারসরুপ ” আনছারিয়া এলেম বিশ্ববিদ্যালয়” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। আজকের দিনটি ঘিরে আনছারিয়া এলেম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেজেছে রঙ্গিন সাজে, আয়োজন করা হয়েছে স্মরণ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার।
আনছারিয়া এলেম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন আরো বলেন , সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীতে এবং মুজিব শতবর্ষের উপহারস্বরুপ এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আল্লাহর নবী রাসূল সম্পর্কে জ্ঞানার্জনের জন্য আধ্যাত্মিক পড়াশোনাকে বাধ্যতামূলক করা দাবী জানিয়েছেন তিনি।