fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরের সাহিত্যিক মোঃ নুর হোসেন শব্দ কথায় সৃষ্টি করে চলেছেন সাহিত্যের নানান আদিত্য তাকবিরে তাশরিক কখন কিভাবে? সূনয়না বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল,সাধারণ সম্পাদক শাহাদাত  Making The World A Better Place স্লোগানে তরুণ নেতৃত্ব তৈরি করছে  ইউপিজি ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে- শিল্পমন্ত্রী বেনাপোলে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সকল স্বার্থের উর্ধ্বে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী পাইকগাছায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা উত্তরা আজমপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান; নেতৃত্বে মেয়র মোঃ আতিকুল ইসলাম

অপেক্ষা | শুয়াইব মাহমুদ

                                           
প্রকাশ : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

অপেক্ষা
শুয়াইব মাহমুদ

চলতে চলতে, দেখতে দেখতে, কত সময় চলে গেল।
কত মানুষ এলো, কত মানুষ চলে গেল!

কত মানুষের অপেক্ষার প্রহর সমাপ্ত হলো।

তবুও এলোনা মোর সুখৈশ্বর্য,
হে প্রভু তুমি অভ্যুদয় করো মোর ধৈর্য।
হে প্রভু আমি যে প্রচণ্ড পিপাসিত,
দয়া করে করো তোমার রহমত বর্ষিত।

প্রভু অর্পণ করো ঈষৎ মাত্রায় ভ্রান্তি।
তৎক্ষণাৎ পাবো মহাশান্তি।
হে প্রভু মোরে যেতে দিও না তমিস্র পথে,
তুমি মোরে নিয়ে যাও উৎকৃষ্ট রথে, আলোকপ্রদ পথে।

তুমি দাও মোরে সমৃদ্ধি,
তুমি দান করো মোর ধৈর্যবৃদ্ধি।
অপেক্ষায় রইলাম হে প্রভু️,
তোমারে ভুলবোনা কভু।

লেখক- শিক্ষার্থী, দশম, শেণ্রী, সন্ধানী স্কুল এন্ড কলেজ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন