অপেক্ষা
শুয়াইব মাহমুদ
চলতে চলতে, দেখতে দেখতে, কত সময় চলে গেল।
কত মানুষ এলো, কত মানুষ চলে গেল!
কত মানুষের অপেক্ষার প্রহর সমাপ্ত হলো।
তবুও এলোনা মোর সুখৈশ্বর্য,
হে প্রভু তুমি অভ্যুদয় করো মোর ধৈর্য।
হে প্রভু আমি যে প্রচণ্ড পিপাসিত,
দয়া করে করো তোমার রহমত বর্ষিত।
প্রভু অর্পণ করো ঈষৎ মাত্রায় ভ্রান্তি।
তৎক্ষণাৎ পাবো মহাশান্তি।
হে প্রভু মোরে যেতে দিও না তমিস্র পথে,
তুমি মোরে নিয়ে যাও উৎকৃষ্ট রথে, আলোকপ্রদ পথে।
তুমি দাও মোরে সমৃদ্ধি,
তুমি দান করো মোর ধৈর্যবৃদ্ধি।
অপেক্ষায় রইলাম হে প্রভু️,
তোমারে ভুলবোনা কভু।
লেখক- শিক্ষার্থী, দশম, শেণ্রী, সন্ধানী স্কুল এন্ড কলেজ।