জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান মারা গেছেন। আজ শনিবার ( ১৭ এপ্রিল) উত্তরার নিজস্ব ফ্ল্যাটে তার মরদেহ উদ্ধার করা হয়।
একই ভবনে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আশেপাশের লোকজনের ভাষ্যমতে, আজ সকালবেলা বাসায় গৃহকর্মী কাজ করতে এলে অনেকক্ষণ দরজায় কড়া নাড়াবার পরও সাড়া মেলেনি। পরে ভবনটির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা বিষয়টি খেয়াল করে পুলিশে খবর দেন। পুলিশ ভেতরে ঢুকে অধ্যাপক তারেক শামসুরের লাশ উদ্ধার করে।
আরও জানা যায়, গতকাল একা বাড়িতে ঘুমিয়েছিলেন অধ্যাপক তারেক শামসুর। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি।
অধ্যাপক রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রীও অর্জন করেছিলেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।