আমি বাংলা, আমি বাঙালি
আমার নেই কোনো পরাজয়;
আমি দুর্গম, আমি দুর্বার
আমায় শ্মশান করেছে ভয়।
আমি কঠিন, আমি অনল
আমি পুড়ে হয়েছি ছাই;
আমি দেশের আমি দশের
আমার পরাজয়ের ভীতি নাই।
আমি নম্র আমি মলিন
আমি ক্রোধান্বিত কভু নই;
আমি বজ্র আমি বিদ্যুৎ
আমি দিবাকর করি জয়।
আমার জীবন পোড়ে রৌদ্রতাপে
জীবিকার টানে রোজ;
আমার হাজার বৃথার চেষ্টা কভু
রাখে না তো কেউ খোঁজ।
আমি প্রান, আমি দিয়ে যাবো
আমি লড়ে যাবো শতবার;
আমি উদ্যমী আমি ত্যাজি
আমি বরণ করিনা হার।